টিউন করেছেন : assad123 | প্রকাশিত হয়েছে : 26 October, 2013 on 3:49 pm | 83 বার দেখা হয়েছে | 
ব্রেন্ট পুলিশ স্মার্টওয়াটার সিস্টেম এলাকার বিভিন্ন গাড়ী ও বাড়ীতে চোর ধরতে পরীক্ষামূলকভাবে চালু করেছে। এর সাহায্যে চোরকে শনাক্ত করা ও পাকড়াও করা সহজ হবে। স্মার্টওয়াটার অদৃশ্য ও গন্ধবিহীন। যা খালি চোখে দেখা যায় না এবং ধূয়ে ফেললেও যায় না। এটা কয়েক সপ্তাহ যাবৎ চামড়ায় লেগে থাকে। হারলেসডেনের স্হানীয় বাসিন্দাদের বিনামূল্যে পুলিশের পক্ষ থেকে এই স্মার্টওয়াটার দেয়া হচ্ছে। ফলে নগরের রাস্তায় ৪০% ডাকাতি ও ৮০% চুরি রোধ হয়েছে।
গোয়েন্দা পরিদর্শক মেডিলিন রাইডার বলেন, ‘এটা ব্রেন্ট পুলিশের জন্য একটা বড় সাফল্য। আমরা এই স্মার্টওয়াটারের মাধ্যমে চোরকে শনাক্ত করতে সমর্থ হই ও তাকে ধরে আদালতে হাজির করি।’
ব্রেন্ট পুলিশ জানায়, ‘চোরেরা ব্রেন্ট থেকে দূরে থাক, আমাদের বাড়ী ও গাড়ীগুলোতে তোমার জন্য ফাঁদ পাতা আছে।’
via টেকটিউনস http://www.techtunes.com.bd/news/tune-id/250798
0 comments:
Post a Comment