টিউন করেছেন : হোছাইন আহম্মদ | প্রকাশিত হয়েছে : 26 October, 2013 on 3:01 pm | 98 বার দেখা হয়েছে |
1
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আপনাদের সাথে আজ একটা দারুণ গেম শেয়ার করব। গেমটার সাইজ মাত্র ৫৪৯ কেবি। আমার এক বন্ধু কিছু দিন আগে বিদেশ থেকে আনতে একটি ল্যাপটপ এনেছে একদিন আমাকে বলল হোছাইন আমার ল্যাপটপ মনে হয় ভাইরাস ঢুকেছে, আমি বললাম ঠিক আছে আমি দেখব। তো একদিন আমার ট্রেনিং সেন্টারে নিয়ে আসে ল্যাপটপটি। তার কাছে অনেক Software আছে এবং কি অনেক গেম ও পাইলাম সবগুলো আমি রাখলাম। এখান থেকে এইটি ছোট গেম আমার কাছে ভালো লেগেছে চিন্তা করলাম টিটির সবার মাঝে শেয়ার করি-। তাহলে আর দেরি কেন নিয়ে নিন পিসির জন্য মাত্র ৫৪৯ দারুণ এক গেম-
গেমস এর গ্রাফিক্স এবং সাউন্ড অনেক ভালো ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন। ডাউনলোড করার পর Extract করলেই গেম টি পেয়ে যাবেন । এবার চালু করে খেলুন, মজা লাগবে আশা করি।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ
via টেকটিউনস http://www.techtunes.com.bd/games/tune-id/250747
0 comments:
Post a Comment