টিউন করেছেন : হোছাইন আহম্মদ | প্রকাশিত হয়েছে : 8 November, 2013 on 4:43 pm | 37 বার দেখা হয়েছে |
2
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আপনার ছবি দিয়ে তৈরি করুণ মজার এনিমেশন, ছবি দিয়ে Gif এনিমেশন তৈরি করার সুন্দর একটি সফট আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের ভাল লাগবে।
আপনার ছবি দিয়ে এনিমেশন তৈরি করতে প্রথমে এখান থেকে 8.08 মেগাবাইটের EximiousSoft GIF Creator ডাউনলোড করে নিন ।
তারপর চালু করে Help মেনুতে ক্লিক করে Serial নাম্বার দিন।
এবার যে ছবি দিয়ে এনিমেশন তৈরি করবেন সে ছবিটা আনতে File >Open Image File বাটনে ক্লিক করুণ।
এবার ছবির মধ্যে এনিমেশন দিতে হলে Effects বাটনে ক্লিক করুণ
পছন্দের ইফেক্ট সিলেক্ট করে Ok Add to anamation বাটনে ক্লিক করুণ
সবশেষ এনিমেশনটি Save করতে File>Save As বাটনে ক্লিক করে সেভ করুণ ।
কাজ অনুযায়ী আমার নিচের এনিমেশনটি।

আজ এই পর্যন্ত।
via টেকটিউনস http://www.techtunes.com.bd/animation/tune-id/254517
0 comments:
Post a Comment