টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 8 November, 2013 on 10:41 pm | 189 বার দেখা হয়েছে | Favorite



আজ সন্ধ্যা আটটা তিরিশ মিনিট থেকে ফেসবুকের অনেকেরই ওয়ালের পোষ্ট, শেয়ার সবগুলি হাওয়া হয়ে গিয়েছে। আটটা তিরিশ মিনিট থেকে শুরু হয়ে এই লিখা পর্যন্ত অনেকেই একই অভিযোগ করতে শুরু করে। রাত দশটা তিরিশ মিনিট পর্যন্ত ফেসবুক কিংবা অন্য কোন মাধ্যম থেকেও এ ব্যাপারে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যাইনি।


যাদের ওয়ালের পোষ্ট, শেয়ার সবগুলি হাওয়া হয়ে গিয়েছে তাদের ওয়ালে শুধুমাত্র "Sorry, but this page didn't load properly. Please try again." লিখাটাই আসছে । প্রথমে load/slow মনে করে বারবার রেফ্রেস কিংবা load কোন প্রকার লাভ হয়নি। (এইখানে দেখলে বুঝতে পারবেন!) নিম্নে চিত্র আঁকারে দিয়ে রাখলাম।



শুধুমাত্র ফেসবুকের ওয়ালের পোষ্ট, শেয়ার নয় অনেক পেজের ওয়ালের পোষ্ট, শেয়ারও হাওয়া হয়ে যাচ্ছে। (এইখানে দেখলে বুঝতে পারবেন!) ফলে স্বাভাবিক ভাবেই অনেকের মধ্যেই অজানা একটা আতংক সৃষ্টি হয়েছে। বিশেষ করে বড় বড় ফেনপেজ-এর মালিক এবং ফেসবুক সেলিব্রেটিরা ব্যপারটা নিয়ে বেশী আতংকিত।


তবে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি ব্যাপারটায় এতটা আতংকিত হবার কিছুই নেই। হয়ত বা ফেসবুক তার টাইমলাইনে আবার বড় ধরেনের কোন পরিবর্তন আনতে যাচ্ছে। আশা করি ভাল কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। লেখাটা খুব দ্রুত লিখা তাই ভুল ক্ষমার দৃষ্টিতে দেখার আহব্বান রইল।


আমার ব্লগস্পট সাইট দেখতে পারেন (দেখতে এখানে ক্লিক করুন!) !







via টেকটিউনস http://www.techtunes.com.bd/facebook/tune-id/254561

0 comments:

Post a Comment

 
Top