টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 8 November, 2013 on 12:25 pm | 55 বার দেখা হয়েছে | Favorite



আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । অনেকদিন থেকেই একটা জটিল প্রব্লেম নিয়ে পোস্ট দিব চিন্তা করছি । কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না ।


সমস্যাটা আমার এক বন্ধুর। সে এই সমস্যার কোন কুল-কিনারা করতে পারছেনা । আমাকে বার বার করে তাগাদা দিচ্ছে এর কোন সমাধান খুজে পাওয়া যায় কিনা ।


সে এখন স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড ইউজ করছে। এর আগে স্যামসাং নোট ইউজ করত । ২টা ফোনেই সে এই সমস্যা পেয়েছে । কোন কারন ছাড়া, কোন ধরনের টাচ ছাড়াই রিংটোন অন হয়ে যাচ্ছে, আবার সাইলেন্স হয়ে যাচ্ছে । ফলে আমার বন্ধু যখন মোবাইল ভাইব্রেশন দিয়ে কোন মিটিং এ যাচ্ছে , মিটিং এর মাঝে কল বেজে উঠছে, ফলে একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাড়াচ্ছে ।


আবার যখন রিংটোন অন করে রাখা, জরুরী কোন কল বা বসের কল তখন ফোন সাইলেন্স হওয়াতে বসের ফোন সময় মত ধরতে না পারাতে বিরাট কোন সমস্যা হয়ে যেতে পারে । তারপর বসের ঝারি । ইত্যকার বহু সমস্যা । তাই আপনাদের দাড়স্থ হলাম । যদি কেউ একটু সাহায্য করেন তাহলে খুব-ই উপকৃত হব । সবাই ভাল থাকবেন ।







via টেকটিউনস http://www.techtunes.com.bd/android/tune-id/254485

0 comments:

Post a Comment

 
Top