টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 10 November, 2013 on 11:40 am | 23 বার দেখা হয়েছে | Favorite



কেমন আছেন সবাই। আমরা সবাই জানি সাইটের এসইও করার জন্য সাইটম্যাপ যোগ করা কত জরুরি। অনেকেই কাস্টম সাইটম্যাপ তৈরি করতে পারেন এবং FTP দিয়ে সেটা সাইটে আপলোড ও করতে পারেন। তবে অনেকেই ব্লগার এ এফটিপি সাপোর্ট করে না বিধায় কিভাবে ব্লগার ব্লগের জন্য সাইটম্যাপ সাবমিট করতে হয় না জানেন না। তবে আশা করি নিচের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নেয়ার পর আপনাদের আর এই সমস্যা থাকবে না। এখানে দেখানো হয়েছে কিভাবে ব্লগার এর ব্লগে আপনি সাইটম্যাপ তৈরি এবং গুগল ওয়েবমাস্টার এ কিভাবে তা যোগ করবেন। এবং এই সাইটম্যাপ কিন্তু নিজে নিজেই আপডেট হতে পারে। কাজে একবার যোগ করে দিলে আপনার চিন্তা শেষ।


দেখে নিন কিভাবে সাইটম্যাপ তৈরি এবং যোগ করবেন-


ইউটিউব লিঙ্ক-

http://www.youtube.com/watch?v=2lIIIedeXHA

যে কোডটি ভিডিওতে দেখানো হয়েছে তা দেখুন-

" http://yoursite.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500 "


ভিডিও সম্পর্কেঃ

ভিডিও তৈরি করেছেন- IT Bari (আইটি বাড়ি) লিঃ


কোন সমস্যা বা প্রয়োজনে আমাদের এসইও হেল্পলাইন গ্রুপ এ আজই যোগ দিন- এখানে ক্লিক করুন।


নিজে দেখবেন এবং অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। কেমন লাগল তা জানিয়ে কমেন্ট করুন। আপনাদের অনুপ্রেরনা পেলে অবশ্যই আরও অনেক বিসয় নিয়ে পোস্ট করব ইনশা-আল্লাহ্‌। সাথে থাকবেন সবাই। :)


ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন।







via টেকটিউনস http://www.techtunes.com.bd/seo/tune-id/254843

0 comments:

Post a Comment

 
Top