টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 12 October, 2013 on 12:42 pm | 52 বার দেখা হয়েছে | Favorite



Ads by Techtunes - tAds


ঈদ এবং পূজার শুভেচ্ছা সবাইকে।


আজকে বাড়ি যাবো তাই ভাবলাম এক্তা পোস্ট দিয়ে যাই :) আজকের বিষয়টা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে PSP এর গেম খেলবেন।


যারা PSP চেনেন না তারা এখানে ক্লিক করুন।


পিএসপির গেমগুলো অ্যান্ড্রয়েড মোবাইলে খলেতে হলে একটা অ্যাপ লাগবে যার নাম PPSSPP Emulator.



ডাউনলোডঃ


মিডিয়া আগুন (Media Fire)


Zippyshare


ডাউনলোড করার পর ইন্সটল করুন, এবার যেকোনো PSP গেম ডাউনলোড করুন। PPSSPP ওপেন করে Load এ ক্লিক করে সেই গেমের ফাইলটা দেখিয়ে দিন। এবার PSP এর মজা অ্যান্ড্রয়েডনিতে থাকুন।


PSP-এর যেকোনো গেম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


কিছু কথাঃ


পিএসপির গেম খলতে RAM একটু বেশি লাগে, যাদের মোবাইলএর RAM কম তাদের গেম স্লো হবে।


ভালো থাকবেন, সবার উৎসব আনন্দে কাটুক এই প্রত্যাশা করি।


কোন সমসসা হলে আমার যোগাযোগ করুন।


ফেসবুকে আমি।


আমি মাঝে মাঝে গান গাই আর একটু আধটু Compose করি, কষ্ট করে আমার গাওয়া গানগুলো শুনতে নিচের লিংকে যান।


যারা একটু হলেও গান গাইতে পারেন তারা অপেক্ষা করুন, ঈদের পর ভিডিও Tutorial সহ খুব সহজে গান Compose করা শিখাবো, সাথেই থাকুন। :)


BJ Thomas এর "Raindrops Keep Fallin' on My Head" by সোহাগ সরাসরি শুনুন।


Raindrops Keep Fallin' on My Head ডাউনলোড (Media Fire)


মিনারের, সাদা "তুমি চাইলেই বৃষ্টি" by সোহাগ সরাসরি শুনুন


সাদা ডাউনলোড (Media Fire)


মাহাদির সুনীল বরুনা "তুমি বরুনা হলে হবো" by সোহাগ সরাসরি শুনুন


সুনীল বরুনা ডাউনলোড (Media Fire)


অর্ণবের সে যে বসে আছে by সোহাগ সরাসরি শুনুন


সে যে বসে আছে ডাউনলোড (Media Fire)







via টেকটিউনস http://www.techtunes.com.bd/android/tune-id/247610

0 comments:

Post a Comment

 
Top