টিউন করেছেন : suraj7 | প্রকাশিত হয়েছে : 26 October, 2013 on 10:13 pm | 99 বার দেখা হয়েছে | 
আপনার এন্ড্রয়েড মোবাইলে একটি অপ্লিকেশন রানিং অবস্তায় আর একটি বা তার অধিক অপ্লিকেশন চালাবেন যে ভাবে বা packet data,brightness,music change করবেন সেটিং-এ প্রবেশ না করে.
নমস্কার
আমার পোস্টটি কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
যারা জানেন না তাদের কে আমার এই পোস্টে স্বাগত জানাই,আর যারা জানেন তাদেরকে অভিনন্দন জানাই।
আমারা যারা গালাক্সি y মোবাইল ব্যাবহার তাদের কে প্যাকেট ডাটা অন করার জন্য সেটিং প্রবেশ করে প্যাকেট ডাটা অন করতে হয় এটা আমাদের মত গালাক্সি ব্যবহারকারি কাছে বিরক্তকর ব্যাপার সেই বিরক্তি কর ব্যাপার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদের জন্য একটি অপ্লিকেশন এনেছি যার নাম সাইড বার প্রো
এন্ড্রয়েড মার্কেটে এর দাম ১০৮ টাকা মার্কেটে লিঙ্ক here
আমার দেওয়া নীচের লিঙ্ক থেকে এটি আপনি ফ্রী ডাউনলোড করতে পারবেন
ফাইল সাইজ মাত্র ৩৩৮ কেবি।
এই অপ্লিকেশনটির সাহায্যে আপনি আর অনেক কিছু করতে পারবেন যেমন ধরুন আপনি ওপেরা মিনি দিয়ে গুগল সার্চ করছেন কিন্তু আপনি সেই অবস্তায় uc browser ওপেন করতে চান আপনাকে খালি অপেরা মিনি রানিং অবস্তায় মোবাইলের স্ক্রীন-এর সাইড থেকে সাইড বার প্রো কে টেনে বার করে যেকোনো অপ্লিকেশন চালাতে পারবেন।
আপনি কিছু অ্যাপ শর্টকাট করে রাখতে পারবেন গ্রীন + চিহ্নে হাত দিয়ে ইনসার্ট করে যেকোনো অ্যাপ সিলেক্ট করলে অ্যাপটি সাইড বারে শর্টকাট হবে।এছাড়া toggol অপসন-এর মাধ্যমে packet data,brightness,music change ইত্যাদি করতে পারবেন।আপনি ইউজ করলেই সবকিছু বুঝতে পারবেন।
আর এক ভাবে অ্যাপ রানিং অবস্তায় ওপেন করা যায় মোবাইলের হোম বোতাম টি কিছুক্ষণ চেপে ধরে কিন্তু আপনি এখান থেকে শেষ যে ৬টি অ্যাপ চালিয়েছেন সেইগুলি শুধুমাত্র ওপেন করতে পারবেন।
দয়া করে বিরুপ মন্তব্য করবেন না।
কোন ভুল হলে মাজর্না করবেন। অপ্লিকেশনটি ভাল লাগলে কমেন্ট করে টিউন চালিয়ে যাওয়ার উৎসাহ দেবেন
আশাকরি ভবিষ্যতে আরও ভাল কিছু অপ্লিকেশন দেওয়ার চেষ্টা করব
নিচে কিছু স্ক্রীনশর্ট রইলো দেখলে বুঝতে পারবেন।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন বা নিচে ক্লিক করুন
via টেকটিউনস http://www.techtunes.com.bd/android-apps/tune-id/250902
0 comments:
Post a Comment