টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 26 October, 2013 on 6:50 pm | 28 বার দেখা হয়েছে | Favorite



স্ক্যান করার পর সেই ডকুমেন্টে অনেক অনাকাঙ্খিত জিনিষ চলে আসে। বিশেষ করে স্ক্যান করা পৃষ্টার উল্টা সাইডে যে লেখাগুলো থাকে সেগুলো চলে আসে। নিচের ছবিটা দেখুন, এতে এক সেকেন্ড বিরতিতে স্ক্যান করা ইমেজ আর তারপর সেটা ঠিক করার পর কেমন দেখায় সেটা দেখানো হয়েছে। ঠিক এই কাজটা গিম্পে করতে এক মিনিটের বেশি লাগার কথা না। শিখতে পরের এনিমেটেড টিউটোরিয়ালটা দেখুন।

https://lh6.googleusercontent.com/-Srr1b0AFjgM/UmhDJGAWozI/AAAAAAAACQE/2pgzToFQGFI/w800-h455-no/scan_problem.gif


এবার এটা করার তরিকা:

https://lh5.googleusercontent.com/-SaAu8V90bhs/UmhBNB4tB0I/AAAAAAAACPc/fsSnsB0798o/w756-h459-no/GIMP-Tuto_Scan.gif


এনিমেশনের টাইমিংএ সমস্যা হলে, ঐ এনিমেশনটাতে ডান ক্লিক করে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। এরপর গিম্প দিয়ে খুলে ধীরে সুস্থে ফ্রেম বাই ফ্রেম দেখতে পারবেন (মেনু থেকে Filters --> Animation --> Playback)।







via টেকটিউনস http://www.techtunes.com.bd/open-source/tune-id/250854

0 comments:

Post a Comment

 
Top