টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 11 October, 2013 on 10:42 am | 28 বার দেখা হয়েছে | Favorite



বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ উপলক্ষ্যে শুরু হচ্ছে ক্রিকেট কুইজ ।জনপ্রিয় অনলাইন বাংলানিউজ পোর্টাল বিডিটউনস নিয়ে এলো বাংলাদেশের প্রথম অনলাইন কুইজ প্রতিযোগিতা।প্রতিদিন কুইজ প্রতিদিন পুরস্কার।কুইজে অংশ নিয়ে মেগা পুরস্কার হিসাবে জিতে নিন আকর্ষণীয় হ্যান্ডসেট।আর প্রতিদিনের পুরস্কার মোবাইল রিফিল তো থাকছেই।একটি মাত্র সহজ প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার।


প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলী:


১. http://www.bdtunes.net সাইটটিতে প্রবেশ করে মেন্যুবারের খেলা অপশনে গিয়ে সাইটির ফেসবুক লাইকবক্সে লাইক দিতে হবে।


২. মেন্যুবারের খেলা অপশনের কুইজের নিচের কমেন্ট বক্সে প্রথমে আপনার নাম মোবাইল নম্বর এবংসঠিক উত্তর লিখুন।যেমন রাফিন 017……… আপনার উত্তর।


অথবা আপনার উত্তরটি উপরোক্ত নিয়মে লিখে পাঠিয়ে দিন editor.bdtunes@gmail.com এ।


৩. সবশেষে আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করুন।


ধাপ ১ ও ২ অনুসরন না করলে বিজয়ীর পুরস্কার বাতিল বলে গণ্য হবে।


সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে কম্পিউটারের মাধ্যমে প্রতিদিন একজন বিজয়ী পাবেন ২০ টাকার মোবাইল রিফিল।এছাড়াও মেগা পুরস্কার হিসাবে থাকছে আকর্ষণীয় হ্যান্ডসেট ।কুইজ বিজয়ীর নাম পরদিন সন্ধ্যা ৬ টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ফোন করে জানিয়ে দেওয়া হবে পরদিন সন্ধ্যা ৬ টার মধ্যে।ফোন নম্বর বন্ধ পাওয়া গেলে পুরস্কার বাতিল বলে গণ্য হবে।







via টেকটিউনস http://www.techtunes.com.bd/outsourcing/tune-id/247269

0 comments:

Post a Comment

 
Top