টিউন করেছেন : rapsta.cfd | প্রকাশিত হয়েছে : 11 October, 2013 on 8:18 pm | 3 বার দেখা হয়েছে |
কিসুদিন আগে আমার বানানো একটা মিউজিক ভিডিও আমার এক ফ্রেন্ড কে দেওয়ার জন্য ওর পেন ড্রাইভ আমার কম্পিউটার এ কানেক্ট করেছিলাম। ওর পেন ড্রাইভ থেকে fofo.vbe নামের একটা ভাইরাস আমার কম্পিউটার এ ঢুকে যায়।
এখন আমি usb port এ যেই ডিভাইস ই ঢুকাই সেই ডিভাইস এর ভিতরে যত ফাইল থাকে তা shortcut folder এ পরিনত হয়ে যায়!!!
আমার কয়েকজন ফ্রেন্ড আমাকে বলছে উইন্ডোজ সেটআপ দিতে। আমি তা চাই না।
উইন্ডোজ সেটআপ না দিতে চাওয়ার কারনঃ
*৩০০০ এর ও বেশি ফন্ট ইন্সটল করা আছে।
* প্রচুর পরিমানে vst plug in ইন্সটল করা আছে। ( backup রাখি নাই)
* সব সফটওয়্যার আবার ও ইন্সটল করতে হবে ( খুব কষ্টের ব্যাপার )
এই ৩ টাই প্রধান কারন।
উইন্ডোজ সেটআপ দেওয়া ছাড়া আমাকে এর সমাধান খুজে দেন কেউ পিলিজ।খুব ই উপকৃত হবো।
via টেকটিউনস http://www.techtunes.com.bd/help-ask/tune-id/247424
0 comments:
Post a Comment