টিউন করেছেন : Techy Spider | প্রকাশিত হয়েছে : 22 October, 2013 on 6:12 pm | 72 বার দেখা হয়েছে | 
প্রিয় টিটি বন্ধুরা,
সবাইকে আমার সালাম জানাই। আমার এই টিউন কোন বিজ্ঞাপন কেন্দ্রিক মনে করবেন না প্লিজ। আসলে আমার এক কাছের বন্ধু অনেক দিন আগে থেকে ব্লজ্ঞিং করে জানতাম। আমরা সবাই ওকে এটা নিয়ে মজা করতাম। এটার একটা কারন ও আছে যে আমাদের দেশে "ব্লগার" নামে একটা শব্দ উৎপত্তি হয়েছে সেটি। গতকাল আমার ওই বন্ধু আমাকে ওর সাইট এর লিঙ্কটা শেয়ার করে। আমি ওর সাইটে ঢুকে দেখি অনেক আলাদা কিছু জিনিস যা সাধারণত অন্যসব ব্লগের সাথে মিলে না। ওর সাইট এ লাইভ সাপোর্ট এর সুবিধা থেকে যা যা থাকা আবাশ্যাক সবি পেলাম। আসলে আমি সবে মাত্র ব্লগিং শুরু করলাম, এখনো ব্লগিং এর অনেক কিছু বুঝি না। আমি মনে করি আমার বন্ধুর ব্লগটি আমাদের মত যারা নতুন ব্লগার তাদের জন্য বেশ উপকারী।
বেশি কিছু লিখলাম না আর। এতক্ষনে হয়ত অনেকে ধরে নিয়েছেন আমি বিজ্ঞাপন করছি। যদি সেটা মনে করেন ভুল করবেন প্লিজ। আসলে ভারত, পাকিস্তানের অনেক ব্লগার এর জনপ্রিয় ব্লগ সাইট দেখছি। তাই নিজ দেশের ছেলের এমন একটা সহায়ক ব্লগ দেখে শেয়ার না করে পারলাম না। প্লিজ কিছু মনে করবেন না।
যদি কিছু মনে না করেন তবে সাইটার লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করতে পারি? আর হ্যা যদি ওর এই কাজটি আপনাদের ভাল লাগে তবে প্লিজ স্বদেশী বন্ধু ব্লগারকে উৎসাহী করতে প্লিজ এই পোষ্টটি শেয়ার করুন।
via টেকটিউনস http://www.techtunes.com.bd/news/tune-id/249683
0 comments:
Post a Comment