টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 10 October, 2013 on 11:01 pm | 93 বার দেখা হয়েছে | Favorite



সবাইকে ঈদ ও পূজার অগ্রিম শুভেচ্ছা। আমাদের গরু কেনা নাকি হয়ে গেছে :( গরুর বাজারটা মিস করলাম। ছোট বেলায় কুরবানির হাটে গিয়ে গরুর গুঁতা খেয়েছিলাম, হেব্বি মজা :D একবার খেয়ে দেখেন :P


যাই হোক, আজকে আজকে আপনাদের জন্য ঈদ ও পূজার উপহার হল বেসম্ভব সুন্দর এবং আনকমন একটি ফেসবুক কভার পিকচার। ভিডিও Tutorial আছে, তাই কষ্ট বেশি করা লাগবে না।


একটা স্ক্রীনশট দিচ্ছি, পছন্দ হলে শুরু করেন নইলে ভাগেন :P



যারা দেখে মনে করছেন খুব সহজ তারা আমার পথ ছাড়া অন্য পথে চেষ্টা করে দেখতে পারেন :D


আর যারা অবাক হলেন তাদের জন্য সুখবর, এই কভার ফটো এখন আপনার হতে যাচ্ছে। :)


যা যা লাগবেঃ


১) একটা কম্পিউটার এবং ইন্টারনেট (কেউ আমারে মাইরালা :D:P )


২) ফটোশপ (এটার জন্য আপনাকে গুগল মামার পা ধরতে হবে)


৩) একটা PSD Template যা আমি আপনাকে দেবো।


এবার আপনার প্রথম কাজ নিছের লিংক থেকে সেই PSD ফাইল টা ডাউনলোড করা।


মিডিয়া আগুন লিংক (Media Fire)


Zippyshare


গুগল মামা (Google Drive)


তারপর আপনাকে ইউটিউবে গিয়ে ভিডিওটি দেখতে হবে/ মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে হবে কারন এইটা আপনাকে বলে বুঝানো সম্ভব না। যাদের ভিডিও দেখতে অথবা ডাউনলোড করতে সমস্যা হয় তারা যে পদ্ধতিটি পছন্দ করেন তা আমাকে ফেসবুকে জানাবেন।


Youtube link


Mediafire link


ভুল হলে বকা দিন :D , কোন সমস্যা হলে মন্তব্য করুন অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন।


ফেসবুকে আমি।


ধন্যবাদ


আমি মাঝে মাঝে গান গাই আর একটু আধটু Compose করি, কষ্ট করে আমার গাওয়া গানগুলো শুনতে নিচের লিংকে যান।


যারা একটু হলেও গান গাইতে পারেন তারা অপেক্ষা করুন, ঈদের পর ভিডিও Tutorial সহ খুব সহজে গান Compose করা শিখাবো, সাথেই থাকুন। :)


BJ Thomas এর "Raindrops Keep Fallin' on My Head" by সোহাগ সরাসরি শুনুন।


Raindrops Keep Fallin' on My Head ডাউনলোড (Media Fire)


মিনারের, সাদা "তুমি চাইলেই বৃষ্টি" by সোহাগ সরাসরি শুনুন


সাদা ডাউনলোড (Media Fire)


মাহাদির সুনীল বরুনা "তুমি বরুনা হলে হবো" by সোহাগ সরাসরি শুনুন


সুনীল বরুনা ডাউনলোড (Media Fire)


অর্ণবের সে যে বসে আছে by সোহাগ সরাসরি শুনুন


সে যে বসে আছে ডাউনলোড (Media Fire)







via টেকটিউনস http://www.techtunes.com.bd/facebook/tune-id/247190

0 comments:

Post a Comment

 
Top