সন্মানিত টিউনার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এবার ভোটার তালিকা হালনাগাদ করার সময় ভোটার হয়েছি। কিন্তু আমি যেখান থেকে ভোটার হয়েছি বর্তমানে সেখানে থাকছি না। সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম ভোটার আইডি কার্ড নাকি বিতরণ শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমি এ বিষয়ে কোনো তত্পরতাই দেখতে পাচ্ছি না। অথচ আমার ভোটার আইডি কার্ড খুবই দরকার। আমার ভোটার ফর্ম এর স্লিপ টি আছে। এখন আমি কোথায় গেলে আইডি কার্ড টি পেতে পারি জানালে খুবই উপকার হয়। উল্লেখ্য, আমি ঢাকায় থাকি এবং ভোটার ও হয়েছি ঢাকার মিরপুরের একটি ওয়ার্ড থেকে।এখন আমি যদি আইডি এর অফিসে স্লিপটি নিয়ে যাই তাহলে কি কার্ড টি পাওয়া যেতে পারে। কারো জানা থাকলে প্লিজ জানাবেন।
via টেকটিউনস http://www.techtunes.com.bd/download/tune-id/249881

0 comments:
Post a Comment