টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 10 October, 2013 on 1:57 pm | 20 বার দেখা হয়েছে | Favorite



টেকটিউনসে এটি নিয়ে অনেক টিউন হয় তবে এটি আলাদা। যদি টিউনটি ভালো হয় তাহলে আমার টিউনকে নির্বাাচিত করার জন্য


অবশ্যই চেষ্টা করবেন।


********বর্তমানে বাংলাদেশের অভধকাংশ লোকের কাছে ফ্রিল্যানসিং বিষয়টি জল্পনা-কল্পনা চলছে। অনেকে এই বিষয়ে কাজ করতে চান। আবার অনেকে করেন।


কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যার জন্য তারা অনেকেই পারেন না। :(:(:(:( *******


একজন ফ্রিল্যানসার হলেন সেল্ফ এমপ্লয়েড এবং তিনি কারো কাছে চাকরি করেন না। তিনি কোন প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারিদের মত নন।তিনি নিজে


থেকেই কাজ খুজে নেন।



বিশ্বের যেখানে চাকরির মন্দা সেখানে ফিল্যানসিং শক্ত জায়গা করে নিয়েছে। ফিল্যনসারদের কাজের কোন অভাব নেই।


আর এই ফ্রিল্যানসিং আমাদের মত উন্নয়নশীল দেশের জন্য এটি শাপে বর হিসেবে দেখা দিয়েছে। এছারাও আমেরিকায় যে কাজটি ৫০$ এর নিচে করা যায়না


সেটি আমাদের দেশের মানুষকে দিয়ে ১৫$-২০$ এই করিয়ে নেয়া যায়।


ফ্রিল্যানসিং এর জন্য ভাল সাইট:


http://www.odesk.com


http://www.freelancer.com


http://www.vworker.com


http://www.guru.com


http://www.elance.comfreelancing


freelancing


কিছুদিন আগে odesk এর vise-president "Matt cooper" বেশ কয়েকবার Bangladesh ঘুরে গেছেন।


তিনি বলেছেন "বাংলাদেশের তরুনরা দ্রুতই আউটসোর্সিং কে আয়ত্ব করেছে।"


এখানে গিয়ে একটি লাইক দিয়ে আসুন।


freelancing







via টেকটিউনস http://www.techtunes.com.bd/freelancing/tune-id/247074

0 comments:

Post a Comment

 
Top