টিউন করেছেন : আবু বকর জিলানী | প্রকাশিত হয়েছে : 24 October, 2013 on 12:33 pm | 26 বার দেখা হয়েছে | 
বর্তমানে আমি সিম্বিয়ান সেট ব্যবহার করি।
এখন এন্ড্রয়েড এর যুগে একটি এন্ড্রয়েড সেট কিনতে চাই ।
কিন্তু এখন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর অনেক সেট বাজারে আছে ।
আমি একটি ভালো মানের এন্ড্রয়েড সেট কিনতে চাই।
আমি এই সেট দিয়ে বিশেষ করে HD গেমস খেলতে চাই ।
HD গেমস খেলতে গেলে শুনেছি অনেক সেট হ্যাং করে ।
কোন সেট কিনলে ভালো হবে।
আমার বাজেট ২৮০০০$ টাকা এর ভিতরে।
।
কেউ কি Walton primo X২ ইউজ করেছেন।
সেটটা কেমন হবে জানাবেন।
আর একটি আমার পছন্দ হয়েছে ।
সেটা হল Sony Xperia TX
এই সেটটা ও কেমন হবে জানাবেন।
via টেকটিউনস http://www.techtunes.com.bd/mobileo/tune-id/250162
0 comments:
Post a Comment