টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 21 October, 2013 on 1:29 pm | 73 বার দেখা হয়েছে | Favorite



এন্ড্রয়েড এর একটি ফানি এপ। টম একটা ভার্চুয়াল বিড়াল যে আপনার কথা এবং টাচ এর সাড়া দেয়। আপনি যা বলবেন তা হুবহু বলবে কিন্তু মজার ভয়েসে। যা শুনলে আপনার মন যদি বিশাল পরিমাণ খারাপ থেকেও থাকে, তা ভালো হয়ে যেতে বাধ্য।



Talking Tom আপনারা ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে। আমি এখন Talking Tom এর ২য় ভার্সন বা Talking Tom 2 নিয়ে লিখব।

(Talking Tom সম্পর্কে জানলে ভালো, না জানলে তো মারহাবা)


Talking Tom 2 - Outfit7 এর একটি এপ। এই এপে আপনি পরিচিত হবেন টম নামের এক ভার্চুয়াল বিলাই এর সাথে। আমি Outfit7 এর টকিং টম ২ রিভিউ বাংলায় লিখে দিলাম।


টকিং টম রিভিউঃ


টম ফির‍্যা আইছে! মজার ও নতুন সব ফাইজলামি নিয়া।

টম আপ্নের বিলাই যে আপনি চিল্লাইলে আপনার চেয়েও জোরে চিল্লায় তাও আবার মজার স্বরে। আপনি হেরে গুতাইতে পারেন, পায়ে পাড়া দিতে পারেন লেজ নিয়া টান মারতে পারেন। আপ্নারে হেল্প করব Ben নামের আরেক হারামজাদা। যে কিনা সবসময় টম রে জ্বালানর নতুন নতুন উপায় আবিষ্কার করে।


(Talking Tom এর সাফল্যের পরে) টম যেহেতু এহন বিরাট এক ছেলেরবেটি, তাই হেরে রাস্তা থিক্যা ধইরা এপার্টমেন্টে ফিক্ক্যা ফেলান হইছে। এই ফ্ল্যাটে ওর প্রতিবেশি Ben, Pierre, Ginger, Santa, Gina. কিন্তু হ্যাগোর মধ্যে বেন সবচেয়ে জাউরা।


ক্কইতারি না। আমার ভার্শনটায় ওয়ারড্রব নাই। জানি না কেন।


অন্যান্য বাটন গুলার কাজঃ

বিস্তারিতঃ


✔ টমের লগে কথা কন দেখেন কি করে...

✔ পেটে মাথায় যেখানে ইচ্ছা হাত বুলাইয়া আদর করেন।

✔ পেটে মাথায় যেখানে ইচ্ছা গুতাইয়া হাড় জ্বালাতন করেন।

✔ লেজ ধরে টান মারলে দেখেন কি করে...

✔ গ্যাস বাটন টিপলে বেন আইস্যা .......................। এর জন্য টম কিছুক্ষন ...............................।

✔ ব্যাগ বাটন টিপলে দেখেন টম কি করে... কি ভয়ঙ্কর। একি সাথে টমকে টাচ করলে কি করে দেখেন।

✔ ফোন বাটন টিপে ফানি লুপ দেখেন

✔ বালিশ বাটন টিপে টমরে বালিশ দিয়া গুঁতান।

✔ ? বাটন টিপলে টম বিভিন্ন জিনিস আনব। জিনিস গুলায় টাচ করতে ভুইলেন না।

✔ টমের নাজেহালের কিছু ভিডিও রেকর্ড করে শেয়ার করতে পারেন।


Download Instruction:

(শুধুমাত্র এন্ড্রয়েড এর জন্য, আইফোন বাদ, জাভা/সিম্বিয়ান তো পরের কথা)


প্রথমে App টার .apk ফাইল টা ডাউনলোড করেনঃ টকিং টমের এপিকে ফাইল


এপিকে ফাইল নেমে গেলে নামান SD Dataটকিং টমের SD ফাইল


SD ফাইল টা আপনার মেমরী কার্ডের Android --> data --> paste here (.zip file টা না। আনযিপ করে পুরা ফোল্ডার com.outfit7.talkingtom2.zip টা পেস্ট করেন।)


এপিকে ফাইলটা কপি করে SD কার্ডে নেন। ইন্সটল করে ফেলেন আপনার ডিফল্ট ফাইল ম্যানেজার বা অন্য কোন ম্যানেজার দিয়ে।


ব্যাস উপভোগ করুন Talking Tom 2 তাও আবার ফুল ভার্সন। আপনি যদি ফার্স্ট ইউজার হন তাহলে রিকমেন্ড করব ফ্রী ভার্সন ডাউনলোড করে ট্রাই করার। ভালো লাগলে তখন ফুল ভার্সন নিয়েন।


ফ্রী/ট্রায়াল ভারশনঃ টকিং টমের ফ্রি ভার্সন

ফ্রী ভারশনের কিছু লিমিটেশন আছে। যেমনঃ

১। শুধু বাম দিকের বাটন গুলা কাজ করবে, ডানদিকের গুলা টাচ করলে ফুল ভার্সন নিতে বলবে।

২। ফ্রী ভার্শনে একটা জিনিস নাই, সেটা হল টম অজ্ঞান হলে একটা Clock-bird বের হয় এবং বেন সেটা গুলি করে।







via টেকটিউনস http://www.techtunes.com.bd/android-apps/tune-id/249342

0 comments:

Post a Comment

 
Top