টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 25 September, 2013 on 1:40 am | 105 বার দেখা হয়েছে | Favorite 1



হ্যালো ভাইজানেরা,


আজকের টিউনে বেশী ক্যাচাল পারমু না।


মূল কথায় চলে আসি।


আমরা বর্তমানে কথাও ঘুরতে গেলেই মিনিমাম দুই তিনশো ছবি তো তুলেই ফেলি...


আর চিন্তা থাকে আজ ফেইসবুকে আপলোড দিয়া ফাটাইয়া ফালামু...


মাগার এখন হাতে হাতে ডিজিটাল ক্যামেরা... কারো আবার ডি এস এল আর...


আমি গরীবের এখন ডি এস এল আর কিনার স্বপ্ন পূরণ হয় নাই। :P :পি


যাই হোক তো এই সব ক্যামেরার ইমেজ এর সাইজ তো আল্লাহ্‌ এর মেহেরবানি তে এক একটা মিনিমাম ২ থেকে ৩ এম.বি।


এখন ৩ এম.বি এর যদি ৫০ টা ছবি আপলোড দেন তাইলে,


৩ গুন ৫০ সমান সমান ১৫০ এম.বি।


ব্রডব্যান্ড ইউজার দের জন্য এইটা কোন ব্যাপার না হলেও,


আমাদের মতো বাংলার বিলাইয়ের ইউজারদের জন্য এত বড় ফাইল আপলোড মানে Horror Dreamz :P


তাই আমি যেই সফটওয়্যারটি শেয়ার করব সেইটা দিয়ে অনেক সহজেই এত গুলো ইমেজ এর সাইজ ছোট করা যাবে।


এক্ষেত্রে কিছুটা রেজুলেশন ও কমবে, কিন্তু তাতে ছবি খারাপ হবে না, বুঝাও যাবে না। এর এমনি ফেসবুকে আপনি ১০ mb এর একটি ইমেজ দিলে সে নিজেই তা কনভার্ট করে আপলোড নে। তো খামাখা কেন mb কেন খরচ করব। এম.বি থেকে ও ভয়ানক হল এত সময় কেন নষ্ট করব।


আসুন এবার সফটওয়্যারটির কাজের বর্ণনার স্ক্রীনশট দেখা যাকঃ-


Tj Thouhid



উপরের Download Image এ ক্লিক করুন ডাউনলোড করার জন্য।


আজকে এইটুকুই । ভাল লাগলে কমেন্ট করবেন। খারাপ লাগলে অথবা আগে এই সফটওয়্যার নিয়ে টিউন থাকলে কমেন্টে ভাল ভাবে বলে দিলে Remove করে দিব টিউনটি। কিন্তু দয়া করে খারাপ ভাষায় কমেন্ট করবেন না।







via টেকটিউনস http://www.techtunes.com.bd/download/tune-id/242851

0 comments:

Post a Comment

 
Top