টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 25 September, 2013 on 8:30 am | 199 বার দেখা হয়েছে | Favorite




আমরা যারা নেট ব্যাবহার করি, আমরা সবাই একটি সমস্যায় ভুগই। আর তা হচ্ছে ইন্টারনেট স্পীড। আপনি কি জানেন Microsoft Windows আপনার কম্পিউটারের ২০% ইন্টারনেট স্পিড কমানো আছে বাই ডিফল্ট । এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট করার জন্য রিসার্ভ করে রাখে। সেই জন্য আপনি বঞ্চিত হচ্ছেন ২০% ব্যান্ডউইড থেকে। কি আজব তাই না?

তাহলে চলুন দেরি না করে ২০% স্পীড যোগ করি আমাদের ইন্টারনেটের সাথে।



ইন্টেরনেট স্পীড বাঁড়ার সকল নিয়ম দেখুন এখান থেকে ঃ >> Increase Internet Speed


বোনাসঃ সবগুলো অ্যান্টিভাইরাস এর lisence key নিয়ে নিন ঃ http://goo.gl/XbV7i7







সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমরা তথ্য ও প্রযুক্তি (আই.টি) বিষয়ক একটি নতুন ব্লগ সাইট (সম্পূর্ণ বাংলায়) করেছি । Bangla Blog



এই সাইটের মাধ্যমে সবাই তথ্য ও প্রযুক্তির (আই.টি) জ্ঞান শেয়ার করতে পারবেন। এখানে আপনারা আই.টি বিষয়ক টিপস দিতে পারবেন। এই সাইটে বেসিক কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, ইন্টারনেট ইত্যাদি সহ অনেক বিভাগ রয়েছে। যেখানে আপনাদের আই.টি বিষয়ক যে কোন সমস্যার কথা এখানে লিখতে পারেন, এবং যাদের উক্ত সমস্যাটির সমাধান জানা আছে তারা সমাধানটি দিতে পারবে। ফলে আমাদের সকলের মধ্যে আই.টি জ্ঞানের বিস্তার ঘটবে। প্রিয় বন্ধু কম্পিউটার এর কোন সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। এই ভাবে আমরা আই.টির জ্ঞান ও বাড়াতে পারবো। সাইটটি সম্পূর্ন বাংলাতে তৈরী করা। ফলে এর ব্যবহার অতি সহজেই যে কেউ বুঝতে পারবে। এই ব্যাপারে আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য। এর জন্য প্রথমে আপনাকে এই সাইটের সদস্য হতে হবে।


সদস্য মেনু এর নিচের সদস্য হোন বাটনে ক্লিক করে সদস্য তথ্যপ্রদান করে আপনি সদস্য হতে পারবেন।


আপনাদের সবাইকে আমাদের সাইটে আমন্ত্রন থাকলো। সবাইকে ধন্যবাদ।







via টেকটিউনস http://www.techtunes.com.bd/internet/tune-id/242917

0 comments:

Post a Comment

 
Top