টিউন করেছেন : munsimeah14 | প্রকাশিত হয়েছে : 23 September, 2013 on 5:25 pm | 64 বার দেখা হয়েছে | 
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমরা তথ্য ও প্রযুক্তি (আই.টি) বিষয়ক একটি নতুন ব্লগ সাইট (সম্পূর্ণ বাংলায়) করেছি । Bangla Blog
এই সাইটের মাধ্যমে সবাই তথ্য ও প্রযুক্তির (আই.টি) জ্ঞান শেয়ার করতে পারবেন। এখানে আপনারা আই.টি বিষয়ক টিপস দিতে পারবেন। এই সাইটে বেসিক কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, ইন্টারনেট ইত্যাদি সহ অনেক বিভাগ রয়েছে। যেখানে আপনাদের আই.টি বিষয়ক যে কোন সমস্যার কথা এখানে লিখতে পারেন, এবং যাদের উক্ত সমস্যাটির সমাধান জানা আছে তারা সমাধানটি দিতে পারবে। ফলে আমাদের সকলের মধ্যে আই.টি জ্ঞানের বিস্তার ঘটবে। প্রিয় বন্ধু কম্পিউটার এর কোন সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। এই ভাবে আমরা আই.টির জ্ঞান ও বাড়াতে পারবো। সাইটটি সম্পূর্ন বাংলাতে তৈরী করা। ফলে এর ব্যবহার অতি সহজেই যে কেউ বুঝতে পারবে। এই ব্যাপারে আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য। এর জন্য প্রথমে আপনাকে এই সাইটের সদস্য হতে হবে।
সদস্য মেনু এর নিচের সদস্য হোন বাটনে ক্লিক করে সদস্য তথ্যপ্রদান করে আপনি সদস্য হতে পারবেন।
আপনাদের সবাইকে আমাদের সাইটে আমন্ত্রন থাকলো। সবাইকে ধন্যবাদ।
via টেকটিউনস http://www.techtunes.com.bd/adobe-flash/tune-id/242498
0 comments:
Post a Comment