টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 23 September, 2013 on 3:49 pm | 1 বার দেখা হয়েছে | Favorite



আসসালামুআলাইকুম । একটা প্রবলেম নিয়ে টেকির ভাইয়াদের কাছে সমাধান চাচ্ছি । ওয়ার্ডপ্রেসে নতুন রেজিস্ট্রেশান করলাম । তারপর বিভিন্ন পেজ এর টিউটোরিয়াল অনুযায়ী প্রথমে পোস্ট, পেজ অ্যাড এইগুলা করলাম । তারপর এখন থিম এর দিকে গেলাম । ওয়ার্ডপ্রেস এর ফ্রী থিম গুলা তো চরম মার্কা মারা :@ । আর যেইগুলা ভালোলাগে প্রায় সবই প্রিমিয়াম । বিভন্ন জায়গায় থিম নিয়ে খুঁজাখুঁজি করে শুধু এইগুলা পেলাম......ড্যাশবোর্ডে প্রবেশের পর প্যানেলের বাম দিকে থাকা অপশনগুলোর মধ্য থেকে অ্যাপিয়ারেন্স (Appearance) নামক অপশন । তারপর (Theme) অপশন, সেখানে Manage Theme, Install Themes । কিন্তু আমার কথা হল "Install Themes" এই অপশন ই তো পাইলাম না ।



তাইলে কিভাবে থিম ইন্সটল/আপলোড দিব ??? টেকির ভাইয়ারা প্লীজ একটু হেল্প করেন । কিভাবে কি করব...? কয়েকটা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল বইও ডাউনলোড করলাম । এইসবের কিছুই তো পেলাম না :'( । হেল্প পিলিজ...







via টেকটিউনস http://www.techtunes.com.bd/help-ask/tune-id/242430

0 comments:

Post a Comment

 
Top