টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 26 September, 2013 on 5:16 pm | 7 বার দেখা হয়েছে | Favorite



অকেন প্রয়োজনেই ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের ড্রাইভ লুকিয়ে ফেলতে হয়। এবার আপানর PC-এর ড্রাইভ লুকিয়ে ফেলুন কোনো সফটওয়্যার ছাড়াই command promt-এর মাধ্যমে।


start menu তে ক্লিক করে search programs and files এর ঘরে cmd (commound promt) লিখে এন্টার করুন এরপর diskpart লিখে এন্টার করলে অথবা run-এ গিয়ে diskpart লিখে এন্টার করলে একটি user account control নামে একটি বক্স আসবে এখান থেকে Yes বাটনে ক্লিক করুন। এরপর এখানে লিখুন list volume এন্টার করলে আপানর কম্পিউটার এর সব ড্রাইভার index নম্বর সহ দেখাবে। এবারে লিখুন select volume (index number), যেমন- ড্রাইভ D হয় যদি ২ নম্বর হয়, তাহলে লিখুন select volume 2। এরপর remove letter (drive letter), যেমন- D ড্রাইভের জন্য লিখুন remove letter D। ব্যাস ড্রাইভ লুকানোর কাজ শেষ।


এবার লুকানো ড্রাইভ ফিরিয়ে আনার জন্য select volume পর্যন্ত আসুন। এরপরের ধাপে remove letter-এর জায়গায় লিখুন ‍assign letter, যেমন- D ড্রাইভের জন্য লিখুন assign letter D এবং এন্টার করুন। এবার দেখুন আপানর লুকানো ড্রাইভটি ফিরে এসেছে। পদ্ধতিটি যেহেতু সহজ তাই কোন স্ক্রিনশট দিলাম না।


(সূত্র: ইন্টারনেট)


এই টিউনটি কেউ আগে পোষ্ট করে থাকলে আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি।







via টেকটিউনস http://www.techtunes.com.bd/windows/tune-id/243319

0 comments:

Post a Comment

 
Top