টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 23 October, 2013 on 9:47 pm | 192 বার দেখা হয়েছে | Favorite



কেমন আছেন সবাই? অনেক গুলো পোস্ট একসাথে লিখছি জানি না আপনারা কেমন ভাবে নিবেন আমার নতুন পোস্ট গুলো তবে অনেক প্রত্যাশা নিয়ে আজকে একটা পোস্ট করেছি, নিচে লিঙ্ক দিলাম মন চাইলে একটু দেখে আসতে পারেন।


আজকে আপনাদেরকে ফেসবুকের নতুন একটা ফিচারের সঙ্গে পরিছয় করিয়ে দেবো যা অনেকেই জানেন না। কে কে জানেন যে কোন সফটওয়্যার বা কোড ছাড়া ফেসবুক চ্যাটে এনিমেশন ছবি পাঠানো যায়? (শুধু পিসি তে ট্রায় করেছি) যদি জেনে থাকেন তাহলে তো আমার ঝারি মারা বৃথা আর না জানলে জেনে নিন।


ফেসবুকে চ্যাট করার সময় বিভিন্ন এনিমেশন ছবি পাঠাতে নিচের স্ক্রীনশট গুলো ফলো করুন।



১ নাম্বার দেওয়া জায়গায় ক্লিক করুন তারপর ২ নাম্বার দেওয়া জায়গায় ক্লিক করলে নিচের মতো আসবে।



এবার যেটা ভালো লাগে সেটার Free বাটনে ক্লিক করুন।



আমি Despicable Me 2 সিলেক্ট করেছি দেখুন একটা নতুন ট্যাব আসেছে এবার যেকোন ছবিতে মাউসে ক্লিক করলেই সেন্দ হয়ে যাবে এবং এনিমেশন হবে। মাউস পয়েন্টার ছবির উপর রাখলেই এনিমেশন হবে।


ভালো লাগলে যা খুশী করেন আর খারাপ লাগলে আমারে ধইরা ঘারান (পাইলে তো :D:P )


ফেসবুকে আমি







via টেকটিউনস http://www.techtunes.com.bd/facebook/tune-id/249950

0 comments:

Post a Comment

 
Top