টিউন করেছেন : মামুন হোসেন | প্রকাশিত হয়েছে : 21 October, 2013 on 4:02 pm | 141 বার দেখা হয়েছে | 
দেওয়ানবাগী নিজেকে খোদা বলে দাবী করেছেন। মজার বিষয় হচ্ছে তিনি দাবী করছেন যে, রাসূল (সা) এর কন্যা হযরত ফাতেমা (রা)তার বর্তমান স্ত্রী। অবাক কাণ্ড তিনি তার ভক্তদের এ বিষয়ে নছিহত করছেন। তিনি বলেন, রাসূলের কন্যা ফাতেমা তার স্ত্রী হওয়ার জন্য পুনর্জন্ম নিয়েছেন। তিনি আরশে বসে আছেন। আরশে তিনি বসে আছেন তার ভক্তদের জান্নাতে নেওয়ার জন্য।
সুত্র এবং ভিডিও: http://www.khaskhabor.com/special-report/2013/10/20/13456
আমাদের সমাজে কিছু মস্তিস্কবিহীন মানুষ আছে যারা নাস্তিক নাম শুনলেই পাগল হয়ে যায়, ইসলাম গেল রব তুলে দেশজুড়ে তুলপাড় সৃষ্টি করে। নাস্তিকগন আল্লাহর অস্তিস্তকে অস্বিকার করলে, তাদের হত্যা করতে তেড়ে আসে। মাদ্রাসার নিরীহ ছাত্রদের জোর করে নাস্তিকবিরোধী আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করাতে বাধ্য করে।
অন্যদিকে, দেওয়ানবাগী নামক কথিত ধার্মিক ব্যাক্তিরা প্রতিনিয়ত ইসলামকে বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করলেও এসব ইসলামের সেবকরা দেখেও না দেখার ভান করেন। দেওয়ানবাগীরা ধর্মের ধোয়া তুলে প্রতিনিয়ত আল্লাহ, রাসুল তথা ইসলাম ধর্মকে অপমান করে মানুষের ইমান নষ্ট করলেও এসব ইসলামের সেবকরা নীরব ভূমিকা পালন করেন।
দেওয়ানবাগী আজ পর্যন্ত বহুবার ইসলাম সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করেছে, নিজেকে খোদা দাবী করেছে, রাসুল (স) কে নিয়েও একাধিকবার অশালীন মন্তব্য করেছে। বহু মানুষকে বিভ্রান্ত করে তার এসব মিথ্যা এবং ধর্ম বিরোধী কথা মানতে বাধ্য করেছে। ইসলামের নাম বিক্রি করে বহু সহজ-সরল মানুষদের ঈমান নষ্ট করেছে, অথচ প্রতিবাদ করার মতো কেউ নেই।
তার এসব কুকর্ম বহুদিন ধরে চলে আসছে, বহুবার তার কুকর্মের প্রমাণও তুলে ধরা হয়েছে। তার পরও কথিত ইসলামের সেবকরা নীরব ভূমিকা পালন করছেন তারা দেওয়ানবাগী নামক দাজ্জালকে প্রতিরোধ করার চেয়ে নাস্তিকবিরোধী আন্দোলন করে টাকা কামানোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন।
চিন্তা করে দেখুন, নাস্তিক নয় এই দেওয়ানবাগী হচ্ছে ইসলামের বড় শত্রু। তার কারনে শত শত সহজ - সরল মানুষ বিপথগামী হচ্ছে।
এখনও সময় আছে প্রতিরোধ করুন, এই ভন্ডকে প্রতিহত করুন, নাহলে একদিন হয়ত ওহাবীদের মতো কিছু মানুষ দেওয়ানবাগীকে রাসুল দাবী করে বসবে, কেউ কেউ আবার দেওয়ানবাগীকে খোদা দাবী করে, তার পূজা করা শুরু করবে।
via টেকটিউনস http://www.techtunes.com.bd/news/tune-id/249369
0 comments:
Post a Comment